News71.com
 Bangladesh
 28 Mar 19, 12:38 PM
 942           
 0
 28 Mar 19, 12:38 PM

বনানীতে আগুন: সব হাসপাতালে জরুরি চিকিৎসার সরকারি নির্দেশ জারি

বনানীতে আগুন: সব হাসপাতালে জরুরি চিকিৎসার সরকারি নির্দেশ জারি

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর ও ভর্তি করে চিকিৎসা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই এ নির্দেশনা প্রদান করা হয়েছে। ঘটনাস্থলে থেকে তিনি নিজেও কার্যক্রম তদারকি করছেন।

স্বাস্থ্য মহাপরিচালক আরো বলেন, বিকেল ৩টা পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সাথে কাজ করছে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন