News71.com
 Bangladesh
 24 Feb 19, 01:17 PM
 1038           
 0
 24 Feb 19, 01:17 PM

বাংলাদেশ বিমান ছিনতাইয়ের চেষ্টা॥ চট্টগ্রামের শাহ্ আমানতে জরুরি অবতরণ  

বাংলাদেশ বিমান ছিনতাইয়ের চেষ্টা॥ চট্টগ্রামের শাহ্ আমানতে জরুরি অবতরণ   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। নিরাপত্তাকর্মীরা এটি ঘিরে রেখেছেন। বিমানটি আজ রবিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঢাকা থেকে উড্ডয়নের পরে বিভিন্ন কারণে পাইলটের মনে হয় উড়োজাহাজটি ছিনতাইয়ের আশঙ্কা আছে। এ কারণে কোন প্রকার ঝুঁকি না নিয়েই বিজি ১৪৭ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ্ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরনের পর বিমানটি থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে অাানা হয়েছে। ছিনতাইয়ে জড়িত কয়েকজন লাফিয়ে পালানোর চেষ্টা করে আহত হয়েছে তো নিরাপত্তা বাহিনীর কাছে আটক হয়েছে বলে ঢাকা বিমান বন্দরের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া খবরে জানাগেছে, বিমানের ভেতরে একজন যাত্রীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তিনি বিদেশি কেউ একজন বলে এক যাত্রীর বরাতে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিলো। ভেতরে একটি গুলির শব্দ শোনা গেছে। যদিও পরে শোনা গেছে এটা নিছকই গুজব। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারনা করা হচ্ছে। সূত্রটি জানায়, প্রথমে কেবিন ক্রুদের একজন ওই বিদেশি ব্যক্তিকে দেখে সন্দেহ করলে পাইলটকে জানান। পাইলট কোনও ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে অবতরণ করার সিদ্ধান্ত নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন