News71.com
 Bangladesh
 27 Jan 19, 12:29 PM
 887           
 0
 27 Jan 19, 12:29 PM

নারায়াণগঞ্জের রূপগঞ্জে ৪ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার।

নারায়াণগঞ্জের রূপগঞ্জে ৪ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার।

নিউজ ডেস্কঃ নারায়াণগঞ্জের রূপগঞ্জে র্যা়ব-১ এর আওতাধীন কাঞ্চন সিপিসি-৩ এর র্যা বের একটি দল অভিযান চালিয়ে ৪ ভুয়া র্যাযব সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে দু'টি মোটরসাইকেল, একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ৪টি মোবাইলসেট ও নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়। আজ রবিবার ভোরে প্রতারক চক্রদের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ (পশ্চিমকালী) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যা ব-১ এর কাঞ্চন ক্রাইম প্রিভিয়েশন কোম্পানি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সুজয় সরকার সাংবাদিক সম্মেলনে বলেন, তাদের কাছে সংবাদ ছিল একটি চক্র দীর্ঘদিন ধরে র্যাুব পরিচয় দিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মানুষকে হয়রানি করে আসছে।

অভিযোগের ভিক্তিতে র্যাাবের চৌকস একটি দল অভিযান চালিয়ে আজ রবিবার ভোরে চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল- মর্তুজাবাদ এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুল রহমান (২৫), শিমলাব এলাকার সাইফুল ইসলামের ছেলে সোহান ভূঁইয়া, মর্তুজাবাদ এলাকার আবু মিয়ার ছেলে নাজমুল হোসেন ও মর্তুজাবাদ এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে রাব্বি মিয়া। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগাজিন, ৪ টি মোবাইল, র্যা ব লেখা জ্যাকেট ও নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়। এ চক্রটি দীর্ঘদিন ধরে র্যা ব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও প্রতারণা চালিয়ে আসছে। বিকাশ নাম্বারে তারা বিভিন্ন জনের কাছ থেকে টাকাও হাতিয়ে নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন