News71.com
 Bangladesh
 12 Jan 19, 07:04 AM
 961           
 0
 12 Jan 19, 07:04 AM

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০॥  

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০॥   

নিউজ ডেস্কঃ সরকারের পক্ষ থেকে মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার আশ্বাসের পরও আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিকরা যাত্রীবাহী বাসসহ ১৫টি গাড়ি ভাঙচুর করেছে ।

স্থানীয়রা জানায়, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে ৯টার দিকে কারখানা থেকে বের হয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করে। ঘটনা চলাকালে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাদের সরাতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ১০ শ্রমিক আহত হয় ।

ঢাকা-১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা সামিনুর রহমান সাংবাদিকদের জানান, শ্রমিকরা যেন ফের সড়ক অবরোধের চেষ্টা করতে না পারে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন