News71.com
 Bangladesh
 02 Sep 18, 04:54 PM
 1081           
 0
 02 Sep 18, 04:54 PM

সাভারে পানিতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু।।

সাভারে পানিতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু।।


নিউজ ডেস্কঃ সাভারে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আশুলিয়ায় সহপাঠীদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়।ঘটনার পর নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকা ভারি হয়ে উঠছে। বাড়ি-বাড়ি চলছে শোকের মাতম। আজ রবিবার দুপুরে শিক্ষার্থী সোহাগ খন্দকারের লাশ স্থানীয় জেলেরা জাল ফেলে উদ্ধার করেছে। আর দুপুর ২টার দিকে ডিইপিজেডের দমকল বাহিনীর ডুবুরিরা নিহত মাসুদের লাশ উদ্ধার করেন।ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়।স্থানীয় জেলেদের জালে একজনের লাশ উঠাতে সক্ষম হলেও অপর নিখোঁজ মাসুদের লাশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

অন্যদিকে সন্ধ্যার সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার আবুল কালামের ছেলে চয়ন (১৬) স্থানীয় মোল্লাবাড়ি বিলে বন্ধুদের সাথে নৌকা নিয়ে ঘুরতে যায়। পরে রাতে বাসায় ফেরার সময় লগি দিয়ে নৌকা চালানোর একপর্যায়ে উপর দিয়ে বয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ছিটকে পানিতে পড়ে যায়।খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এঘটনায় গুরুতর আহত অবস্থায় মাইনুল হক হৃদয় (১৬) নামে এক ছাত্রকে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন