News71.com
 Bangladesh
 13 Aug 18, 08:02 AM
 1095           
 0
 13 Aug 18, 08:02 AM

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে মাহা বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে থাকা গাড়ির মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি আছে। একই সমস্যার করণে গত কয়েকদিন ফেরি সার্ভিস প্রায়ই বন্ধ রাখতে হয়েছিল।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ সাংবাদিকদের জানান, নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা সংকট দূর না করা পর্যন্ত ফেরি চালানো সম্ভব নয়। শিমুলিয়ার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে ফেরি চলাচলের জন্য নদীতে যে পরিমাণ নাব্য প্রয়োজন সেখানে মাত্র দুই থেকে আড়াই ফুট পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য অত্যান্ত নগন্য। তাই এখন চ্যানেলটি বন্ধ প্রায়। এমতাবস্থায় গতরাতে কুমিল্লা, কাকলী, কিশোরী নামের তিনটি ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। যা গন্তব্যে না যেতে পেরে পুনরায় শিমুলিয়া ফিরে আসতে বাধ্য হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন