News71.com
 Bangladesh
 11 Jul 18, 08:31 AM
 1157           
 0
 11 Jul 18, 08:31 AM

কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে ২১ মামলার আসামি নিহত

কেরানীগঞ্জে বন্দুকযুদ্ধে ২১ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক: কেরানীগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২১ মামলার আসামি। ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন দেওসুর এলাকায় ডায়মন্ড মেলামাইন কারখানার কাছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম ওরফে নুরা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। আজ বুধবার ভোররাত চারটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে।

ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, ডিবি পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার সিরাজদিখান এলাকা থেকে নুরাকে গ্রেপ্তার করে। আজ ভোররাত চারটার দিকে মাদক উদ্ধারের জন্য তাঁর বাড়ি কেরানীগঞ্জের মালঞ্চ জিয়ানগর এলাকায় যায় পুলিশ। পথে কোনাখোলা সড়ক এলাকায় নুরার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন নুরা। তাঁকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মো. জুবায়ের বলেন, মাদক ব্যবসায়ী নুরার বিরুদ্ধে দুটি হত্যা, অপহরণ, মাদক, বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অভিযোগে ২১টি মামলা রয়েছে। নিহত নুরার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন