News71.com
 Bangladesh
 08 Jul 18, 12:47 PM
 1072           
 0
 08 Jul 18, 12:47 PM

আশুলিয়ায় বাসচাপায় কর্তব্যরত পুলিশ সদস্যে নিহত।।

আশুলিয়ায় বাসচাপায় কর্তব্যরত পুলিশ সদস্যে নিহত।।


নিউজ ডেস্কঃ আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। নিহত সেই পুলিশ কনস্টেবলের নাম উইলিয়াম মার্টি (২০)।আজ রবিবার সকাল পৌনে সাতটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশিচন্তপুর মেডলার এ্যাপারেলন্স গার্মেন্টস এর সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।সকালে দায়িত্ব পালন অবস্থায় শিল্প পুলিশের ওই কনস্টেবল নিশিচন্তপুর এলাকায় রাস্তাপারাপার হওয়ায় সময় একটি যাত্রীবাহী পরিবহনে বাস তাকে চাপা দেয়।প্রত্যক্ষদর্শীরা ওই ঘটনার জন্য দুই বাসের চালককে দায়ী করে। তারা জানায়, ঘটনার আগে যাত্রী ওঠানোর জন্য একটি বাস আরেকটির গা ঘেঁষে সামনে যাওয়ার চেষ্টা করছিল।ওই সময় উইলিয়াম মার্টি একটি বাসে ওঠার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। আর তখনই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বাসের চালকদের বাড়াবাড়ির কারণেই লোকটির (উইলিয়াম মার্টি) মৃত্যু হয়। মাঝখানে থাকা লোকটিকে দুটি বাস পিষে দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসচাপার পর অবহেলায় রক্তাক্ত অবস্থায় অনেকক্ষণ রাস্তায় পড়ে ছিলেন ওই উইলিয়াম মার্টি । তাকে হাসপাতালে নিতে দেরি হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।আশুলিয়ার থানার ওসি আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, আহত লোকটিকে (উইলিয়াম মার্টি) উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শিল্প পুলিশরা। পরে সেখানে তার মৃত্যু হয়। এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান বলেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পৌছে ডিউটিতে অবস্থান নেয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় ২টি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে ও এ ঘটনায় শিল্প পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন