News71.com
 Bangladesh
 02 Jul 18, 05:23 PM
 1289           
 0
 02 Jul 18, 05:23 PM

গাজীপুরে স্থগিত কেন্দ্রের পুনঃভোট গ্রহণ আগামী ১৯ জুলাই।।

গাজীপুরে স্থগিত কেন্দ্রের পুনঃভোট গ্রহণ আগামী ১৯ জুলাই।।

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের স্থগিত ভোট কেন্দ্রগুলোর পুনঃভোট গ্রহণ আগামী ১৯ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। গত ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হলেও বিভিন্ন অনিয়মের কারণে ৯টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন ওই ভোট কেন্দ্র সমূহের সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা। নির্বাচন কমিশন সূত্র জানায়,স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিধিমালা ২০১০ এর বিধি ৩৭-এর উপ বিধি (৩) অনুসারে বন্ধ ঘোষিত ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ ১৯ জুলাই অনুষ্ঠিত হবে।

পুনঃভোট গ্রহণের কেন্দ্র গুলো হচ্ছে-২৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ড-৯ এর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা-১ মহিলা কেন্দ্র এবং ৫টি সাধারণ ওয়ার্ডের ৭টি ভোট কেন্দ্র। কেন্দ্রগুলো হচ্ছে-৩৭নং ওয়ার্ডে কুনিয়া হাজী আ. লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ ও ২, ৪২নং ওয়ার্ডে বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়- পূবাইল, ৪৮নং ওয়ার্ডে জাহান পাবলিক দত্তপাড়া, টঙ্গী (পুরুষ কেন্দ্র), ৫১নং ওয়ার্ডে খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয় ১ ও ২ (পুরুষ কেন্দ্র) এবং ৫৩ নং ওয়ার্ডে হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ কেন্দ্র)। এসব ভোট কেন্দ্রের মধ্যে ভোটে এগিয়ে থাকা প্রার্থীর ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধানের চাইতে স্থগিত ওই কেন্দ্রগুলোর ভোটের সংখ্যা বেশি থাকায় পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন