News71.com
 Bangladesh
 16 Apr 18, 05:20 AM
 953           
 0
 16 Apr 18, 05:20 AM

নরসিংদীতে চাঞ্চল্যকর গোলাপ হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড।

নরসিংদীতে চাঞ্চল্যকর গোলাপ হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড।

নিউজ ডেস্কঃ নরসিংদী সদরে চাঞ্চল্যকর গোলাপ হোসেন হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে নরসিংদী অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, ফিরোজ মিয়া, আকবর আলী, সুন্দর আলী, মিনহাজ ও জুলহাজ।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২১ ফেব্রুয়ারি পাঁচদোনা থেকে ওষুধ নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় গোলাপ হোসেন (৩০)। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের ৩ দিন পর পাঁচদোনা ব্রহ্মপুত্র নদীর তীরে এক ব্যক্তির কাটা হাতের একটি অংশ দেখতে পায় স্থানীয়রা। এর পাশে কাদা মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহের কিছু অংশ দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের মাথাসহ ১০টি টুকরা উদ্ধার করে। পরে নিহত গোলাপের বাড়ির লোকজন তার মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মেহেরপাড়া ইউপি সদস্য মোস্তফা হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন