News71.com
 Bangladesh
 29 Mar 18, 11:27 AM
 967           
 0
 29 Mar 18, 11:27 AM

রাজধানীর মিরপুরে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু।।

রাজধানীর মিরপুরে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ হাসিন আরা বেগম মারা গেছেন। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে একই ঘটনায় দগ্ধ রুহি আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। তিনজন এখনো চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়,গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর-১২ ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর ইয়াকুব আলীর বাড়িতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণ ঘটলে মালিকসহ পাঁচ সদস্য দগ্ধ হন। তিন বছর বয়সী শিশু রুহির শরীরে প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এছাড়া আহতদের মধ্যে হাসিন আরা খানমের ৯৫ শতাংশ পুড়ে যায়। পরে আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন। হাসিন আরা খানম বাসার মালিক ইয়াকুব আলীর স্ত্রী। বাকি দগ্ধরা হলেন- বাসার মালিক ইয়াকুব আলী (৭০),ভাড়াটিয়া ইয়াসমিন (৩৫) ও ওই বাসার তত্ত্বাবধায়ক হাসান (৩০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসানের ৮৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক। আহত ইয়াকুব আলী বলেন,ওইদিন সকালে বাসার নিচ তলার রিজার্ভ ট্যাংকির ঢাকানা খুলে পরিষ্কার করতে যায় হাসান। ভেতরে অন্ধকার থাকায় কাগজে আগুন জ্বালানো হয়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে সেখানে আমিসহ ৫ জন দগ্ধ হই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন