Bangladesh
 19 Feb 18, 11:20 AM
 264             0

ঢাকার ধামরাইয়ে ষাঁড়ের গুঁতোয় এক ব্যক্তির মৃত্যু।।

ঢাকার ধামরাইয়ে ষাঁড়ের গুঁতোয় এক ব্যক্তির মৃত্যু।।

নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে ষাঁড়ের গুঁতোয় আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আব্দুল হামিদ উপজেলার কুশুরা ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত কহিনুর মণ্ডলের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। স্থানীয়রা জানান,সন্ধ্যায় আব্দুল হামিদ বাড়িতে কাজ করছিলেন। এসময় তার প্রতিবেশী নূর ইসলামের পালিত একটি ষাঁড় গোয়াল ঘরে তুলতে গেলে তার হাত থেকে রশি ছুটে যায়। গরুটি ধরার জন্য আব্দুল হামিদ সামনে এগিয়ে গেলে ষাঁড়টি তার বুকে ও মুখে শিং দিয়ে গুঁতিয়ে মারাত্মক জখম করে। পরে হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')