News71.com
 Bangladesh
 14 Nov 17, 06:11 AM
 1027           
 0
 14 Nov 17, 06:11 AM

ফরিদপুরে চার শতাধিক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা।।

ফরিদপুরে চার শতাধিক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা।।

নিউজ ডেস্কঃ ফরিদপুরের প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার শহরের পশ্চিম খাবাসপুর এলাকার রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজ সকালে এ সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুল আলম,অধ্যাপক এম এ সামাদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া,ডা. রাহাত আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের দেশে ভিটামিন-এ এর অভাবে শিক্ষার্থীরা রাতকানা রোগে ভোগে। সুস্থ দেহে সুস্থ মন না হলে শিক্ষার্থীর পক্ষে মনোযোগ দিয়ে পড়ালেখা করা সম্ভব হবে না। পরে ওই বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা ও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় স্কুল সাইট টেস্ট প্রোগ্রামের আওতায় এ সেবা প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন