News71.com
 Bangladesh
 03 Jun 20, 12:26 PM
 871           
 0
 03 Jun 20, 12:26 PM

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কাস্টমস কমকর্তার মৃত্যু॥

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কাস্টমস কমকর্তার মৃত্যু॥

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের একজন রাজস্ব কর্মকর্তার মৃত্যু হয়েছে। জসীম উদ্দিন মজুমদার নামের ওই কর্মকর্তা আজ ৩ জুন, বুধবার ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জসীম উদ্দিন মজুমদার চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব কর্মকর্তার (সুপারিন্টেনডেন্ট) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। এদিকে জসীম উদ্দিন মজুমদারের মৃত্যুতে এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন