News71.com
 Bangladesh
 01 Jun 20, 10:23 PM
 944           
 0
 01 Jun 20, 10:23 PM

চবিতে করোনা ল্যাবের উদ্বোধন॥দিনে ৫০০ নমুনা পরীক্ষা

চবিতে করোনা ল্যাবের উদ্বোধন॥দিনে ৫০০ নমুনা পরীক্ষা

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীব বিজ্ঞান অনুষদে কোভিড-১৯ সনাক্তকরণ ল্যাব উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ল্যাবটিতে প্রতিদিন সর্বোচ্চ ৫০০ নমুনা পরীক্ষা করা যাবে। আজ সোমবার (১ জুন) বিকেল ৩টায় জীব বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করা হয়।ভিডিও কনফারেন্সে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ অংশ নেন।শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।এ সময় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, ল্যাবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারী থেকে দেশবাসীকে রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রতিনিয়ত নির্দেশনা দিচ্ছেন এবং তিনি নিজেই বিষয়গুলো মনিটরিং করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী এ দূর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন