News71.com
 Bangladesh
 28 May 20, 12:06 PM
 901           
 0
 28 May 20, 12:06 PM

কুমিল্লার দেবিদ্বারে করোনা আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান॥

কুমিল্লার দেবিদ্বারে করোনা আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান॥

নিউজ ডেস্কঃ কুমিল্লার দেবিদ্বারে আশংকাজনক হারে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। উপজেলায় শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। উপজেলা সদরসহ কয়েকটি গ্রাম হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এমন কঠিন পরিস্থিতিতে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে করোনা শনাক্ত হওয়া রোগীদের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার। নিজ এলাকার করোনা শনাক্তদের বাড়িতে জরুরি খাদ্য সরবরাহ, চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান, নগদ অর্থ দান, আক্রান্তরা যেন অমানবিক বৈষম্যের স্বীকার না হোন তা সচেতনতা বৃদ্ধি এবং মৃতদের দাফন কাফনের ব্যবস্থা করাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি। ইতোমধ্যে রাজামেহার ইউনিয়নে লাশ দাফনের জন্য একটি স্বেচ্ছাসেবী কমিটি করে দিয়েছেন তিনি, যারা মৃতদের জানাজা, দাফন কাফনের যাবতীয় ব্যবস্থা করবে।

ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার ইউনিয়নে যত মানুষ করোনা পজেটিভ হবে আমি তাদের পাশে দাঁড়াবো। বিভিন্ন চিকিৎসা, পরামর্শ, খাদ্য সামগ্রী বিতরণ, কেউ মারা গেলে তাদের লাশ দাফন কাফনের ব্যবস্থা করাসহ তাদের চিকিৎসার যত টাকা-পয়সা ব্যয় হবে সেগুলো দিয়ে আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে। তিনি আরও বলেন, আমি ইতোমধ্যে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাদ্য পাঠাচ্ছি। আমি তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের বিভিন্ন পরামর্শসহ বিভিন্ন সহায়তার আশ্বাস দিয়েছি। কারো কাছে নগদ অর্থসহ বিভিন্ন সহযোগিতা পাঠানোর চেষ্টা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন