News71.com
 Bangladesh
 21 Apr 20, 01:44 PM
 925           
 0
 21 Apr 20, 01:44 PM

করোনা চিকিৎসায় চট্টগ্রামে আজ চালু হচ্ছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল॥

করোনা চিকিৎসায় চট্টগ্রামে আজ চালু হচ্ছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল॥

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশে প্রথম একটি অস্থায়ী ৬০ শয্যার ফিল্ড হাসপাতাল তৈরি হয়েছে চট্টগ্রামে। উদ্যোগ নেয়ার পর মাত্র ২১ দিনে আজ মঙ্গলবার এই হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এবং রোগী ভর্তি শুরু হবে। শহরের নিকটবর্তি সীতাকুণ্ডে করোনা শনাক্তের পরীক্ষাগার বেসরকারি একটি শিল্প প্রতিষ্ঠানের ভবনে নির্মিত এই হাসপাতালের নামকরণ করা হয়েছে ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ (সিএফএইচ)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের শিল্প প্রতিষ্ঠান নাভানা গ্রুপের দেয়া একটি দ্বিতল ভবনের ৬ হাজার ৫০০ বর্গফুট জায়গা নিয়ে গড়ে উঠেছে এই হাসপাতালটি। এর জন্য ইতোমধ্যে ১০টি আইসিইউ বেড ও চারটি ভেন্টিলেটর সংগ্রহ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবক মিলিয়ে মোট ৩৫ জনের একটি দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার বড় ভাই আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বিদ্যুৎ বড়ুয়া এ হাসপাতালের উদ্যোক্তা। তিনি একমাস আগে ফেসবুকে এ হাসপাতাল নির্মাণের কথা জানিয়ে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, মাত্র ১ লাখ লোক ১০০ টাকা করে দিলেই ১ কোটি টাকার ফান্ড হবে, আর এ টাকায় হাসপাতাল তৈরি সম্ভব। এরপর ব্যাপক সাড়া পড়ে।

কোনো শিল্পপতির কাছে অনুদান চাওয়া হয়নি বলে জানান ডা. বিদ্যুৎ বড়ুয়া। ১ লাখ মানুষের টাকা দিয়ে এ হাসপাতাল তৈরি হয়েছে। তবে ভবন ও জায়গা দিয়ে এর সাথে শরিক হয়েছেন নাভানা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাজেদুল ইসলাম। তিনি এ হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা। নবনির্মিত এ ফিল্ড হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে প্রায় ২৮৭ জন তরুণ আবেদন করলেও ২৫ জনকে নির্বাচিত করেছে কর্তৃপক্ষ। তাদেরকে করোনা রোগীর যত্ন বিষয়ক প্রশিক্ষণও দেয়া হয়েছে। এ ব্যাপারে ইউএনবির সাথে আলাপকালে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘এমন সময়ে আমরা এ হাসপাতালটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চালু করতে যাচ্ছি, যখন সারা দেশে করোনা রোগীরা চিকিৎসা নিয়ে নানা ধরনের দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। আমরা প্রমাণ করতে চাই করোনা রোগীরা অবহেলার পাত্র নয়। নিজেরা নিরাপদে থেকে তাদের সেবা দেয়া যায়। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকে আমাদের কার্যক্রম চালু হচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন