News71.com
 Bangladesh
 08 Sep 19, 07:59 PM
 810           
 0
 08 Sep 19, 07:59 PM

আরডি মাহফুজুলকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিলেন শিল্পীরা॥

আরডি মাহফুজুলকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিলেন শিল্পীরা॥

নিউজ ডেস্কঃ কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক (আরডি) মাহফুজুল হকের আর্থিক অনিয়মের প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার বেতারের শিল্পীরা। অবিলম্বে আরডি মাহফুজুল হকে অপসারণ করা না হলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, অবস্থান ধর্মঘট ও কর্মবিরতিসহ নানা কর্মসূচির ডাক দেন কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের নেতারা। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের জরুরি সভায় এসব সিদ্বান্ত গ্রহণ করা হয়। সভায় শিল্পীরা অভিযোগ করেন, আরডি মাহফুজুল কক্সবাজার বেতারে যোগদানের পর থেকে গত দুই বছরে রাজস্ব খাত ও রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য পরিচালিত ইউনিসেফের প্রকল্প থেকে নামে-বেনামে বিল বানিয়ে অন্তত দুই কোটি টাকার অনিয়ম করেছে।

সংগঠনের সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিন জানান, কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মাহফুজুলের শাস্তির দাবিতে তথ্যমন্ত্রী, তথ্যপ্রতিমন্ত্রী, তথ্য সচিব, বেতারের মহা-পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু প্রায় নয়দিন পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য জানান, কক্সবাজার বেতারের সব বিভাগের শিল্পীরা একমত হয়েছি, আমরা অবিলম্বে দুর্নীতিবাজ আরডি মাহফুজুলের অপসারণ চাই। তার অপসারণ এবং শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা আগামী ১১ সেপ্টেম্বর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবো। পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতিসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন