News71.com
 Bangladesh
 03 Mar 18, 11:49 AM
 1065           
 0
 03 Mar 18, 11:49 AM

কক্সবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকোরিয়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।আজ শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজ নগরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের লোহাগাড়া ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামগামী দু’টি মাইক্রোবাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ মাইক্রোবাসের আরোহী নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন