নিউজ ডেস্কঃ বরিশালের বাগেরগঞ্জে বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।
বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশার-কুয়াকাটা মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে মিনি বাসটি বরিশাল যাচ্ছিল। পথে ভৈরবপাশা এলাকা ওই বাসটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে আটজন। এদের মধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র সেন এ তথ্য নিশ্চিত করেছেন।