News71.com
 Bangladesh
 23 May 22, 07:28 PM
 1113           
 0
 23 May 22, 07:28 PM

বরিশালকে এখন প্রাচ্যের ভেনিস বলতেই লজ্জা লাগে।।প্রতিমন্ত্রী খালিদ

বরিশালকে এখন প্রাচ্যের ভেনিস বলতেই লজ্জা লাগে।।প্রতিমন্ত্রী খালিদ

নিউজ ডেস্কঃ প্রাচ্যের ভেনিস বরিশাল, এ কথাটি বলতে এখন লজ্জা পান বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (২৩ মে) বরিশালের কীর্তনখোলা নদীরে তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার বেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খালিদ বলেন, প্রাচ্যের ভেনিস বরিশাল। বরিশালবাসীর কথাতেই উঠে আসছে শহরটি একটা সময় নদী আর খালে ঘেরা ছিল। সেই খালগুলোয় এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিছু খাল দখল হয়ে গেছে, কিছু আবার দুষণে ভরে গেছে। এখন প্রচ্যের ভেনিস কথাটি বলতেই লজ্জা লাগে। তারমানে ৫০ বছরের বাংলাদেশ সে জায়গাতেই চলে এলো।

 এ সময় তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমাদের নদী-নালাগুলোয় নাব্যতা কমে গেছে। এসব নদী-নালায় নাব্যতা ফিরিয়ে আনতে হবে। তিনি ৫০ বছর আগে যে কথাগুলো বলেছিলেন, আমরা আজ তা নিয়ে চর্চা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন