News71.com
 Bangladesh
 04 Jul 21, 05:58 PM
 519           
 0
 04 Jul 21, 05:58 PM

ভোলায় ৩ দিনে ৫৯৪ জনের জরিমানা॥ ৫ লাখের অধিক জরিমানা ও ১১ জনের কারাদণ্ড

ভোলায় ৩ দিনে ৫৯৪ জনের জরিমানা॥ ৫ লাখের অধিক জরিমানা ও ১১ জনের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ কঠোর বিধিনিষেধের মধ্যে ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বিনা কারণে ঘোরাঘুরির অপরাধে গত তিন দিনে জেলায় ৫৯৪ জনের জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১১ জনের বিভিন্ন মেয়াদে (৩-৫দিন) কারাদণ্ড দেয়াও হয়েছে। সাত উপজেলায় ৫৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৬৩টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় জরিমানা করা হয়েছে ৫ লাখ ২২ হাজার ১০০ টাকা।

১ জুলাই থেকে ৩ জুলাই (শনিবার) রাত পর্যন্ত এ জেল জরিমানা করা হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের এক লাখ ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৬ জনকে ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে জেলার ৭ উপজেলায় ১৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেল-জরিমানা করা হয়। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিতি করে জানান, করোনা ভাইরাস মোকাবিলায় জেলার ৭ উপজেলায় প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে রাস্তায় ঘোরাফেরার কারণে এই জেল-জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন