News71.com
 Bangladesh
 20 Jan 21, 07:52 PM
 871           
 0
 20 Jan 21, 07:52 PM

বরগুনার পাথরঘাটায় তিনশ হাঙ্গর জব্দ॥১৩ জেলেকে জরিমানা

বরগুনার পাথরঘাটায় তিনশ হাঙ্গর জব্দ॥১৩ জেলেকে জরিমানা

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রায় ৩শ’ হাঙ্গরের বাচ্চাসহ আটক ১৩ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা জেলেদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। এর আগে সকাল ৯টার দিকে বিষখালী নদীর মোহনা সোনাতলা এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ডের দক্ষিণজোন পাথরঘাটা স্টেশনের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন আব্দুল খালেক মাঝি, মো. ইব্রাহিম, মো. সিদ্দিক, বাচ্চু, আসলাম, আলমগীর, ইসমাইল, ফোরকান, জাহাঙ্গীর, কালাম, আলাউদ্দিন, বশির ও ছালাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জানান, হাঙ্গর মাছ নিধন সম্পূর্ণ বেআইনি তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ১৩ জন জেলেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হাঙ্গরগুলো ধ্বংস করার জন্য কেরোসিন দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন