News71.com
 Bangladesh
 15 Sep 20, 12:10 PM
 372           
 0
 15 Sep 20, 12:10 PM

বরিশালে সাময়িক বরখাস্ত ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা॥

বরিশালে সাময়িক বরখাস্ত ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা॥

নিউজ ডেস্কঃ বরিশালে কৃষি ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হাসান উল জাকী (৪২) আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে নগরীর জিয়া সড়কের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গায় নিয়ে গেছেন স্বজনরা। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, সাময়িক বরখাস্ত হওয়া এই কর্মকর্তা পেশাগত কারণে মানসিক চাপে ছিলেন। পরিবারের সদস্য ও সহকর্মীদের উদ্বৃতি দিয়ে ওসি আরও জানান, গত বৃহস্পতিবার জাকী বরিশাল থেকে খুলনায় গিয়েছিলেন। গত রোববার খুলনা থেকে বরিশাল ফিরে কর্মস্থলে যান তিনি।


দুপুরের দিকে বাসায় ফিরে বিষ পানে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে ফোনে না পেয়ে তার এক সহকর্মীর সাথে যোগাযোগ করে। ওই কর্মকর্তা জাকীর বাসায় গিয়ে জানালা থেকে জাকীকে অচেতন অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেলে প্রেরণ করেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিপার্শ্বিক অবস্থায় ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন