News71.com
 Bangladesh
 29 Jun 20, 10:18 PM
 1102           
 0
 29 Jun 20, 10:18 PM

ব‌রিশা‌লে ক‌রোনা আক্রান্তদের বাঁচা‌তে বাসদের উদ্যোগে চালু হলো অক্সিজেন ব্যাংক॥

ব‌রিশা‌লে ক‌রোনা আক্রান্তদের বাঁচা‌তে বাসদের উদ্যোগে চালু হলো অক্সিজেন ব্যাংক॥

নিউজ ডেস্কঃ ব‌রিশা‌লে ক‌রোনা আক্রান্ত রোগী‌দের বাঁচা‌তে অক্সিজেন ব্যাংক চালু ক‌রে‌ছে বাংলা‌দে‌শের সমাজতা‌ন্ত্রিক দল-বাসদ। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় নগরীর ফ‌কিরবা‌ড়ি রো‌ডে বাসদের জেলা কার্যাল‌য়ে এর আনুষ্ঠা‌নিক উদ্বোধন ক‌রা হয়। ব‌রিশাল জেলা বাসদের সদস্য সচীব ডা. মনীষা চক্রবর্ত্তী জানান, ক‌রোনা রোগী‌দের শ্বাসকষ্ট শুরু হ‌লে অতিপ্র‌য়োজনীয় হ‌য়ে প‌ড়েছে অক্সিজেন। ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মারা যাওয়া অধিকাংশ রোগী শ্বাসক‌ষ্টে অক্সিজেনের অভা‌বে ভু‌গে‌ছেন। এই সংকট থে‌কে নগরবাসী‌কে রক্ষা কর‌তে চালু করা হ‌য়ে‌ছে অক্সিজেন ব্যাংক। ক‌রোনা আক্রান্ত যেসব রোগী বাসায় বা হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছেন, তা‌দের কা‌রো শ্বাসকষ্ট থাক‌লে অক্সিজেন ব্যাংক থে‌কে তা‌দের প্রথ‌মে পালস অক্সি‌মিটার পা‌ঠি‌য়ে দেয়া হ‌বে। সেখা‌নে অক্সিজেনের রি‌ডিং কম পাওয়া গে‌লে স্বেচ্ছা‌সেবকসহ অক্সিজেনের সি‌লিন্ডার পা‌ঠি‌য়ে দেয়া হ‌বে বলেও জানান তিনি। প্রাথ‌মিক পর্যা‌য়ে ৫টি অক্সিজেন সি‌লিন্ডার ও ৩০ অক্সিমিটার দি‌য়ে এই ব্যাংক চালু করা হ‌য়ে‌ছে। পরবর্তী‌তে ২০টি অক্সিজেন সি‌লিন্ডার ও ১০০টি পালস অক্সি‌মিটার দি‌য়ে এই সেবা দেয়ার প‌রিকল্পনা র‌য়ে‌ছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন