News71.com
 Bangladesh
 21 Apr 20, 07:02 PM
 962           
 0
 21 Apr 20, 07:02 PM

পটুয়াখালীতে ত্রানের চাল চুরির ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের বিরুদ্ধে মামলা॥

পটুয়াখালীতে ত্রানের চাল চুরির ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের বিরুদ্ধে মামলা॥

নিউজ ডেস্কঃ সরকারি ত্রাণ সহায়তার ৮ বস্তা চাল উদ্ধারের ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যসহ দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হল-রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের জুগির হাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ তালুকদার (৪৮) ও জুগির হাওলা গ্রামের আলী আকবরের ছেলে আইয়ুব আলী ব্যাপারী (৬০)। এদের মধ্যে চালসহ আইয়ুব আলীকে তার বসতঘর থেকে সোমবার বিকেলে আটক করেছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হতদরিদ্র্য পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণের ৮ বস্তা ত্রাণের (জিআর) চাল আইয়ুব আলীর বাড়িতে মজুদ আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। বিষয়টি টের পেয়ে আইয়ুব আলী আত্মগোপনের চেষ্টা করলে তাকে আটক করে ঘরের বারান্দায় রাখা একটি কাঠের বক্সের মধ্য থেকে ৩০ কেজি ওজনের ৮ বস্তা (২৪০ কেজি) চাল উদ্ধার করে জব্দ করে এসআই নাজমুল হাসান। সরকারি চাল মজুদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আইয়ুব আলী জানান যে, স্থানীয় ইউপি সদস্য মাসুদ তালুকদারের কাছে থেকে চালগুলো বিক্রির উদ্দেশ্যে তিনি এনেছেন। অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে আতাত করে অসৎ উদ্দেশ্যে সরকারি এ চাল মজুদ করেছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন