News71.com
 Bangladesh
 19 Nov 19, 10:20 PM
 1202           
 0
 19 Nov 19, 10:20 PM

এবার লবণ নিয়ে গুজবে কান না দিতে ফেসুবকে পুলিশের প্রচারণা॥

এবার লবণ নিয়ে গুজবে কান না দিতে ফেসুবকে পুলিশের প্রচারণা॥

নিউজ ডেস্কঃ লবণ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এরইমধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফেসবুকে বরিশাল নগরের বাসিন্দাদের লবণ সংক্রান্ত গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ওই আহ্বানে গুজব সংক্রান্ত বিষয়ে যেকোনো তথ্য থাকলে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে তথ্য দিয়ে গুজব প্রতিরোধে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। এসময় বিএমপি পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুমের দুটি নম্বর +০৪৩১-২১৭৬১৭৬ ও ০১৭৬৯৬৯০১২১ দিয়ে দেওয়া হয়েছে।


এছাড়া প্রয়োজনে ৯৯৯ এ কল দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এদিকে সন্ধ্যা ৬টায় চলমান সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে লবণ নিয়ে গুজব বিষয়ে বরিশালের জেলা প্রশাসন বিশেষ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। যেখানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। এর বাইরে নগরজুড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নগরের অভিযান পরিচালনা করছেন। এরইমধ্যে বাড়তিমূল্যে লবণ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিঞা। পাশাপাশি গুজব প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারি জোরদার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন