bangladesh
 31 Aug 19, 08:02 PM
 60             0

ভোলায় জাহাজডুবি॥ ক্ষতিপূরণের লোভে মিথ্যে অভিযোগ

ভোলায় জাহাজডুবি॥ ক্ষতিপূরণের লোভে মিথ্যে অভিযোগ

নিউজ ডেস্কঃ ভোলার মেঘনা নদীতে একটি জাহাজের ধাক্কায় সিমেন্টের কাঁচামাল বহনকারী এমভি তানভির তাওসিব ২ নামক কোস্টার জাহাজডুবির পর ক্ষতিপূরণ পাওয়ার লোভে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় কতিপয় সাংবাদিককে ‘ম্যানেজ’ করার মাধ্যমে প্রভাবিত করে নিউজের মাধ্যমে একটি পক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। তানভির তাওসিব ২ এর মাস্টারের এমন একটি অডিও রেকর্ড সংবাদকর্মীদের হাতে রয়েছে। গত মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর বিরবির বয়া নামক এলাকায় কোস্টার জাহাজটি ডুবে যাওয়ার পর এর মাস্টার ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এ বিষয়ে ভোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে বৃহস্পতিবার (২৯ আগস্ট) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে শুক্রবার (৩০ আগস্ট) ভোলা সদর থানায় মামলা করা হয়, মামলা নম্বর ৮৮। তবে পুলিশের কাছে মৌখিক বক্তব্য ছাড়া তেমন কোনো প্রমাণ জাহাজ কর্তৃপক্ষ এখনো উপস্থাপন করতে পারেনি।

মামলায় উল্লেখ করা হয়, ঢাকার পপুলার এন্টারপ্রাইজের মো. তোফাজ্জলের মালিকানাধীন এমভি তানভির তাওসিব ২ জাহাজের মাস্টার খায়রুল আলম জানান, গত ২৭ আগস্ট চট্টগ্রাম থেকে সিমেন্ট তৈরির প্রায় ২২শ’ টন কাঁচামাল নিয়ে ঢাকায় যাচ্ছিল জাহাজটি। এ সময় (দাবি করা হচ্ছে) বসুন্ধরা ফুড ১ নামক খালি জাহাজ ধাক্কা দেয় তানভির তাওসিব ২-কে। তবে তাদের এ দাবিকে পুরোপুরি মিথ্যে অভিহিত করে বসুন্ধরা গ্রুপ জানায়, তাদের জাহাজটি ওই সময় হাতিয়ায় অবস্থান করছিল। এদিকে তানভির তাওসিব ২ এর মাস্টার এমন দাবি করলেও তারা কোনো ফুটেজ বা ছবি সংবাদকর্মীদের দিতে পারেননি। পরে এমভি সানিলা নামে একটি জাহাজ তাদের উদ্ধার করে। এ বিষয়ে ভোলা সদর থানার ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন চন্দ্র দাস জানান, জাহাজডুবির একটি অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) সুজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৌখিক অভিযোগে জিডির পর তা মামলা হিসেবে নেওয়া হয়। তবে মৌখিক অভিযোগ ছাড়া তেমন কোনো তথ্য তারা দিতে পারেনি। এসআই সুজন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা আমাদের মৌখিক অভিযোগ দিয়েছে একটি জাহাজের বিরুদ্ধে, তবে পর্যাপ্ত প্রমাণ এখন প্রর্যন্ত আমাদের কাছে পেশ করতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')