News71.com
 Bangladesh
 27 Aug 19, 06:46 PM
 917           
 0
 27 Aug 19, 06:46 PM

পরীক্ষায় জালিয়াতির দায়ে বরিশালের ১৮ পরীক্ষার্থীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা॥

পরীক্ষায় জালিয়াতির দায়ে বরিশালের ১৮ পরীক্ষার্থীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা॥

নিউজ ডেস্কঃ উত্তরপত্র জালিয়াতির অভিযোগে মহানগরীর এয়ারপোর্ট থানায় ১৮ পরীক্ষার্থীসহ ১৯ জনকে আসামি করে মামলা করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। মঙ্গলবার (২৭ আগস্ট) মামলার বিষয়টি জানানো হয়। এর আগে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম বাদী হয়ে সোমবার (২৬ আগস্ট) বিকেলে মামলাটি করেন। ওই মামলায় শিক্ষার্থীদের পাশাপাশি বরিশাল বোর্ডের রেকর্ড সাপ্লায়ার গোবিন্দ চন্দ্র পালকেও আসামি করা হয়েছে। মামলার বিষয়টি জানিয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, বোর্ডের কর্মচারী গোবিন্দসহ অভিযুক্ত ১৮ পরীক্ষার্থীকে মামলায় আসামি করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে বোর্ডের আরও অনেকে জড়িত রয়েছে। যে কারণে পরে আসামির সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে। জালিয়াতির সঙ্গে জড়িতদের তথ্য এবং এ সম্পর্কিত কাগজপত্র কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। পেলেই বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জালিয়াতির ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি। সোমবার (২৬ আগস্ট) রেকর্ড শাখায় কর্মরত বেশ কয়েকজন কর্মচারীর সাক্ষাৎকার নিয়েছে তদন্ত কমিটি।এর আগে গত ২২ আগস্ট বৃহস্পতিবার উচ্চতর গণিতের প্রধান পরীক্ষক পিরোজপুর শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, নিরীক্ষক নলছিটি ডিগ্রী কলেজের প্রভাষক আবু সুফিয়ান এবং পরীক্ষক মানিক মিয়া মহিলা কলেজের শিক্ষক মনিমোহনের সঙ্গেও কথা বলেছে তদন্ত কমিটির সদস্যরা। বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, ‘তদন্ত চলছে। এরই মধ্যে অনেক গোপন তথ্য বের হয়ে এসেছে। তবে এখনো প্রতিবেদন জমা হয়নি। প্রতিবেদন পেলে পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার আগেই ফৌজদারী আইনে থানায় মামলা করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন