bangladesh
 06 Apr 19, 01:53 PM
 151             0

ক্লাস চলার সময় ধসে পড়ল বিম, ছাত্রী নিহত॥

ক্লাস চলার সময় ধসে পড়ল বিম, ছাত্রী নিহত॥

নিউজ ডেস্ক: বরগুনার তালতলী উপজেলায় ক্লাস চলার সময় স্কুল ভবনের বিম ধসে মানসুরা নামের এক ছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির বিম ধসে এ ঘটনা ঘটে।জানা গেছে, স্কুলের বিম ধসে পড়ার ঘটনায় আহত ১০ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মানসুরা মারা যায়। রুমা, সাদিয়া ও ইসমাইল নামের তিন শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকেরীন জাহান জানান, তিনি ছুটিতে আছেন। আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')