News71.com
 Bangladesh
 09 Jun 18, 06:05 PM
 1657           
 0
 09 Jun 18, 06:05 PM

জেলেদের প্রশিক্ষণ দিয়ে স্মার্টফোন বিতরণ ।।

জেলেদের প্রশিক্ষণ দিয়ে স্মার্টফোন বিতরণ ।।

নিউজ ডেস্কঃ ভোলায় ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের আওতায় জেলেদের প্রশিক্ষণ ও তাদের সিটিজেন সায়েন্টিস্ট গড়ে তোলার লক্ষে মোবাইল সেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ইউএসআইডি’র অর্থায়নে কোস্ট ট্রাস্ট ইকোফিশ এর আয়োজনে জেলা মৎস্য অফিসের হলরুমে অনুষ্ঠানটি হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ফিশ এর সায়েন্টিস্ট ডা. জলিলুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কোস্ট ট্রাস্টের এসিটিএস সোহেল মাহমুদ, ওয়ার্ল্ড ফিশ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ অংকুর, বিল্লাল হোসেন প্রমূখ।

প্রশিক্ষণদানের সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রশিক্ষণ ও মোবাইল সেটের মাধ্যমে জেলেরা সমাজ ভিত্তিক মৎস্য আহরণ মনিটরিং করতে পারবেন তারা কোন নদীতে কোথায় মাছ শিকার করছেন। প্রতি মাসে কত বার জাল ফেলছেন ও কত পরিমাণ মাছ পেয়েছেন সে বিষয় জানা যাবে। এছাড়াও কোনো জেলে যদি নদীতে হারিয়ে যায় তাহলে ওই মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে সহজেই হারিয়ে যাওয়া জেলেকে খুঁজে বের করা যাবে। তারা আরো বলেন, এ প্রশিক্ষণ ও মোবাইলের ব্যবহারের ফলে জেলেরা সিটিজেন সায়েন্টিস্ট গড়ে উঠবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন