News71.com
 Bangladesh
 24 Feb 18, 05:42 AM
 1121           
 0
 24 Feb 18, 05:42 AM

পিরোজপুরে ৩ দিন ব্যাপী বই মেলায় অংশগ্রহন করেছে সূর্যদয় গ্রন্থাগার

পিরোজপুরে ৩ দিন ব্যাপী বই মেলায় অংশগ্রহন করেছে সূর্যদয় গ্রন্থাগার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে চলছে ৩ দিনব্যাপী বই মেলা। শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের টেনিস মাঠে জেলা প্রশাসন এর আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ মেলা চলছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলছে। এ মেলায় অংশগ্রহন করেছে সূর্যদয় গ্রন্থাগার। সূর্যদয় গ্রন্থাগার বিভিন্ন ধরনের বই নিয়ে জ্ঞানপিপাশু পাঠকদের চাহিদা পুরণ করতে এ মেলায় অংশগ্রহন করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের পদ চারণায় মুখরিত হয়ে উঠেছে স্টলটি। সূর্যদয় গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো: রেজাউল করিম জানান, শহরের মাছিমপুর এলাকায় পুরাতন বাসস্ট্যান্ডে ছোট একটি জায়গায় এ সূর্যদয় গ্রন্থাগারটি নির্মিত করেছিলাম ১ যুগ আগে। আমাদের গ্রন্থাগারটি জায়গায় কম হলেও বইয়ের সংখ্যা কম না। এ গ্রন্থাগারে বিভিন্ন লেখকের অসংখ্য বই রয়েছে। পাঠকদের চাহিদা পূরনের লক্ষেই এ বই মেলায় সূর্যদয় গ্রন্থাগার অংশগ্রহন করেছে। এছড়াও সূর্যদয় গ্রন্থাগারের পাঠক সদস্য সংগ্রহ চলছে আগ্রহী পাঠকদের গ্রন্থাগারে এসে ফরম পূরণ করে নিয়মিত পাঠক হবে পারবে।  বিভিন্ন শিক্ষার্থী ও পাঠকরা বলেন, সূর্যদয় গ্রন্থাগার একটি সমৃদ্ধ গ্রন্থাগার। প্রতি বছর এ মেলার আয়োজন করা হলে সূর্যদয় গ্রন্থাগারের মত অনেক গ্রন্থাগার এ মেলায় তাদের পরিচিতি ও বৈশিষ্ট তুলে ধরতে পারবে। জেলা প্রশাসক জানান, নতুন প্রজন্মকে যথাযথভাবে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে এই বই মেলার আয়োজন করা হয়েছে এবং এর ধারাবাহিকতা অব্যহত থাকবে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল অংশ নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন