News71.com
 Bangladesh
 28 Oct 17, 05:50 AM
 1150           
 0
 28 Oct 17, 05:50 AM

পিরোজপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পিরোজপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পিরোজপুর প্রতিনিধি : “পুলিশই জনতা, জনতাই পুলিশ” স্লোগানে নানা আয়োজনে পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকলে জেলা পুলিশের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ। পিরোজপুরের পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন এর সভাপতিত্বে সভায় আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, জেলা উদীচী সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর সদর থানার ওসি মো: মাসুমুর রহমান বিশ^াস, সদর থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি চাঁন মিয়া মাঝি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।  সভায় বক্তারা বলেন, দেশেকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাকদমুক্ত করতে হলে পুলিশ ও জনতাকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে। পুলিশের একার পক্ষে সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়। তাই কমিউনিটি পুলিশিং এর মাধ্যেমে জনগণ ও পুলিশ সমাজের বিভিন্ন সমস্যাকে একসাথে সামাধানের চেষ্টা চালাতে হবে।
এছাড়া যে কোন স্থানে জঙ্গী, সন্ত্রাস ও মাকদ বিষয়ে কোন সংবাদ পেলে পুলিশ কে সেটি জানিয়ে পুলিশকে সহায়তা করতে হবে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন