News71.com
 Bangladesh
 21 Feb 24, 08:03 PM
 73           
 0
 21 Feb 24, 08:03 PM

সুন্নতে খতনায় মৃত্যুর দায়ে দুই চিকিৎসক গ্রেপ্তার॥ জেএস ডায়াগনস্টিক সিলগালা

সুন্নতে খতনায় মৃত্যুর দায়ে দুই চিকিৎসক গ্রেপ্তার॥ জেএস ডায়াগনস্টিক সিলগালা

নিউজ ডেস্কঃ এবার রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় জেএস হাসপাতালে সুন্নতে খাতনা করানোর সময় অতিরিক্ত অ্যানেস্থেশিয়া দেয়ার কারণে আহনাফ তাহমীদ আলম আয়হাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন হাতিরঝিল থানায়। মামলার পরিপ্রেক্ষিতে ওই ডায়াগনস্টিক সেন্টারের দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রেপ্তার দুই চিকিৎসক হলেন এস এম মুক্তাদির ও মাহবুব।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি মো. আওলাদ হোসেন বলেন, সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়হাম মৃত্যুর ঘটনায় মামলা করেছেন শিশুটির বাবা। ডা. এস এম মুক্তাদিরসহ তিনজনের নাম উল্লেখ করে আরও ৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এ ঘটনায় জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর দুজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন