News71.com
 Bangladesh
 21 Feb 24, 11:14 AM
 44           
 0
 21 Feb 24, 11:14 AM

উচ্চ আদালতে আদেশসহ অন্যান্য কাজে বাংলার ব্যবহার বাড়ছে॥

উচ্চ আদালতে আদেশসহ অন্যান্য কাজে বাংলার ব্যবহার বাড়ছে॥


নিউজ ডেস্কঃ দেশের নিম্ন আদালতে বাংলা ভাষায় রায় ও আদেশ হলেও উচ্চ আদালতে একসময় বাংলার প্রচলন খুব একটা ছিল না। তবে এক দশকের ব্যবধানে অবস্থার পরিবর্তন হয়েছে। ইংরেজির পাশাপাশি উচ্চ আদালতে এখন বাংলায় রায়-আদেশের সংখ্যা বাড়ছে। তবে এ পর্যন্ত কত রায় ও আদেশ বাংলায় হয়েছে, সেই তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, গত ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বাংলায় আদেশ ও সিদ্ধান্ত দেওয়া শুরু করেন, যা বিচার বিভাগের ইতিহাসে প্রথম। এরপর থেকে তিনি চেম্বার বিচারপতি হিসেবে বাংলায় আদেশ ও সিদ্ধান্ত দিচ্ছেন। এক যুগের বেশি সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকাকালে তিনি বাংলায় প্রায় ৩০ হাজার রায় ও আদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন