News71.com
 Bangladesh
 02 Dec 23, 08:19 PM
 89           
 0
 02 Dec 23, 08:19 PM

মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

 

 

নিউজ ডেস্কঃ উপযুক্ত কাগজপত্র জমা দেওয়ায় রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের যাছাই-বাছাই শেষে শনিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কাগজপত্র না দেওয়ায় সকালে মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়। পরবর্তীতে উপযুক্ত কাগজপত্র জমা দেওয়ায় বিকালে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

 

জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা (মহাসচিব) ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি এই আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এখানে এবার জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদেরের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, রংপুর-১ আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন