News71.com
 Bangladesh
 19 Nov 23, 05:52 PM
 22           
 0
 19 Nov 23, 05:52 PM

যথাসময়ে নির্বাচন চান রওশন এরশাদ

যথাসময়ে নির্বাচন চান রওশন এরশাদ

 

 

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। রবিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা গণমাধ্যমকে এসব কথা জানান। রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

 

মসিউর রহমান রাঙা বলেন, রাষ্ট্রপতিকে রওশন এরশাদ বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন সময়মতো না হলে সাংবিধানিক সংকট হবে। যথাসময়ে নির্বাচন করতে সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে বলে তিনি আশা করেন। এর আগে দুপুর ১২টার দিকে বঙ্গভবনে যান রওশন এরশাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন