News71.com
 Bangladesh
 19 Nov 23, 11:47 AM
 72           
 0
 19 Nov 23, 11:47 AM

আন্দোলনে নিষ্ক্রিয় নেতাদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি

আন্দোলনে নিষ্ক্রিয় নেতাদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি

 

 

নিউজ ডেস্কঃ একদফার চূড়ান্ত আন্দোলনে সব পর্যায়ের নেতাকর্মীকে মাঠে চায় বিএনপি। বিশেষ করে পদে থেকে আন্দোলনে নিষ্ক্রিয় নেতাদের বিরুদ্ধে এবার হার্ডলাইনে যাচ্ছে দলটি। আন্দোলনে না থেকে শীর্ষ নেতাদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। ঢাকায় থেকে বলছেন তার অবস্থান এলাকায়। আন্দোলনের পুরোনো ছবি পাঠানোর নজির মিলেছে। এ ধরনের নেতাদের তালিকা করা হচ্ছে। মাঠে না থাকলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।

 

ইতোমধ্যে সাতক্ষীরাসহ কয়েকটি জেলায় দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। একই নির্দেশনা দেওয়া হয়েছে অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকেও। আন্দোলনে অনুপস্থিত থাকার কারণে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের সাত নেতার পদ সাময়িক স্থগিত করেছে ছাত্রদলও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্রমতে, চলমান আন্দোলন সফল করতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে বিএনপি হাইকমান্ড। বিএনপিসহ অঙ্গ-সহযোগী নেতাদের সঙ্গে দফায় দফায় ভার্চুয়াল বৈঠক করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গ্রেফতার এড়িয়ে রাজপথে কর্মসূচি পালনসহ দেওয়া হচ্ছে নানা নির্দেশনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন