News71.com
 Bangladesh
 22 Sep 23, 09:59 PM
 55           
 0
 22 Sep 23, 09:59 PM

সংযুক্ত আরব আমিরাতে গেলেন বিমান বাহিনী প্রধান

সংযুক্ত আরব আমিরাতে গেলেন বিমান বাহিনী প্রধান

 

 

নিউজ ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান দুইজন সফরসঙ্গীসহ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। আইএসপিআর জানায়, এ সফরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান শারজাহে অবস্থিত এএএল গ্রুপের আমন্ত্রণে ওই প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ওভারঅল প্ল্যান্ট পরিদর্শন করবেন। এছাড়াও এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন