নিউজ ডেস্কঃ একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় চলচিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জ্যাকিকে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে। তার আগে এ নির্মাতাকে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে জোহর নামাজের পর দেড়টায় জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে। তারপর তাকে নিয়ে যাওয়া হবে চ্যানেল আইতে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে দাফন করা হবে। সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাহউদ্দিন জাকী কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। দেশীয় চলচ্চিত্রে তার ‘ঘুড্ডি’ সিনেমাটি নানা কারণেই ছিল আলোচনায়। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার প্রথম চলচ্চিত্র এটিই। প্রথম সংগীত পরিচালনা করেছিলেন লাকি আখান্দ। তার ভাই হ্যাপি আখন্দের প্রথম প্লেব্যাকও এ সিনেমায়। এই সিনেমায় কাওসার আহমেদ চৌধুরীর লেখা ও হ্যাপি আখান্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’ এখনো শ্রোতাদের মুখে ফেরে। এই সিনেমার জন্য জাকী শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।