News71.com
 Bangladesh
 18 Sep 23, 08:09 PM
 6           
 0
 18 Sep 23, 08:09 PM

ঘাটতি নেই অথচ অদৃশ্য হাতের ইশারায় অস্থির আলুর বাজার॥ডিজি ভোক্তা অধিকার

ঘাটতি নেই অথচ অদৃশ্য হাতের ইশারায় অস্থির আলুর বাজার॥ডিজি ভোক্তা অধিকার

 

 

নিউজ ডেস্ক: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এ বছর যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে তাতে ঘাটতি থাকার কথা নয়। একটি অদৃশ্য হাত আলুর বাজার অস্থির করে তুলেছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মুক্তারপুরে রিভারভিউ কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কোল্ড স্টোরে সংরক্ষণকারী আলু ব্যবসায়ীরা এটি শুরু করেছে। তারপর পর্যায়ক্রমে ধাপে ধাপে দাম বৃদ্ধি করে খুচরা বাজারে ৫০ টাকা কেজি হয়েছে।। কয়েকদিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের বেধে দেওয়া দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে আলু দাম বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে কাজ চলছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন