News71.com
 Bangladesh
 13 Sep 23, 12:50 AM
 33           
 0
 13 Sep 23, 12:50 AM

এস আলমের বিদেশে সম্পদের বিষয়ে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন॥

এস আলমের বিদেশে সম্পদের বিষয়ে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন॥

 

 

নিউজ ডেস্কঃ এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের বিদেশে সম্পদের বিষয়ে সংবাদ, বিবৃতি, মতামত ও অনলাইনে কোনো ভিডিও প্রকাশ বা সম্প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এস আলম ও তাঁর স্ত্রীর পক্ষে আজ মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের  করা হয়। আবেদনটির ওপর কাল বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে তাঁদের নিযুক্ত একজন আইনজীবী জানান।

 

এর আগে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ ‘এস আলম’স আলাদিন’স ল্যাম্প’ (এস আলমের আলাদিনের চেরাগ) শিরোনামে ৪ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম গ্রুপের মালিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে স্বতঃপ্রণোদিত হয়ে রুল দিয়ে আদেশ দেন হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন