
নিউজ ডেস্ক : সম্প্রতি দেশে জঙ্গি হামলার ঘটনায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এমনকি নিখোঁজ তরুণদের মধ্যেও অনেকে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। এ অবস্থায় আজ রবিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান, পরিচালনা কমিটির সদস্য এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাজধানীতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে এ বৈঠক আয়োজনে সহযোগিতা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জঙ্গিবাদী তত্পরতা রোধে কড়া বার্তা দেওয়া হবে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে। আগামী ২৩ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক করবে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে এর দায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকেও নিতে হবে। এ বিষয়টিই আজকের সভায় কড়া ভাষায় জানিয়ে দেওয়া হবে। যেসব শিক্ষার্থী দীর্ঘ সময় ধরে অনুপস্থিত রয়েছে তাদের তথ্য আবশ্যিকভাবে জানাতে হবে। যারা জঙ্গিবাদ বা অপরাধে জড়িয়ে পড়ছে তাদের চিহ্নিত করে নজরদারির পাশাপাশি পুলিশকে তথ্য দিতে হবে।
শিক্ষকদের কর্মকাণ্ডও নিয়মিত নজরদারি করতে হবে। শিক্ষার্থীরা কোনো অপরাধে জড়িয়ে পড়লে বহিষ্কার করলেই চলবে না, তাদের পুলিশের হাতে তুলে দিতে হবে। যারা মাদকাসক্ত তাদের চিহ্নিত করে আলাদা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সব বিষয়ে অভিভাবককে সম্পৃক্ত করতে হবে। এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যাঁরা উপস্থিত থাকবেন তাঁদের কাছ থেকেও এ বিষয়ে পরামর্শ নেওয়া হবে। প্রয়োজনে সব কিছুর সমন্বয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি নির্দেশনাও দেবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দিন বলেন, ‘বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ জন্যই তাদের নিয়ে সভার আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সহযোগিতা করছি। পুলিশের পক্ষ থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কড়া ভাষায় সতর্ক করা হবে। সঙ্গে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হবে।’
দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীদের শনাক্তকরণে গত ১০ জুলাই শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। যুক্তিসংগত কারণ ছাড়া ১০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষার্থীদের শনাক্ত করবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে অনুপস্থিতির কারণ সন্দেহজনক হলে শিক্ষা প্রশাসনকে জানাতে হবে। এ ছাড়া প্রত্যেক অভিভাবকের ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করতে হবে।
আরও জানা যায়, জঙ্গিবাদী তত্পরতা রোধে ১৪টি বিশ্ববিদ্যালয় ও ৯টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নজর রাখছে শিক্ষা মন্ত্রণালয়। ১৪টির মধ্যে ১০টিই বেসরকারি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছে তাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। নজরে রাখা বাকি বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগের ট্রাস্টি বোর্ডের সদস্যরা জামায়াত-বিএনপি ঘরানার।
জানা যায়, নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। গত বৃহস্পতিবার তদন্ত কমিটি এ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। সেখানে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি শিক্ষক-শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তথ্য এবং যাঁরা বিদেশে পড়ালেখা শেষ করে এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন তাঁদের তথ্য জানতে চাওয়া হয়েছে। আয়-ব্যয়ের হিসাবও জানতে চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তদলকে শতাধিক শিক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সব প্রশ্নের উত্তর জানাতে সময় বেঁধে দিয়েছে তদন্তদল।
শিক্ষাবিদরা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগই গড়ে উঠেছে স্বল্প পরিসরে। একটি ভবনের দুই-তিনটি ফ্লোর ভাড়া নিয়েই একটি বিশ্ববিদ্যালয়। ক্লাসরুমে গাদাগাদি করে বসতে হয়। সহপাঠীদের মধ্যে আন্তরিকতা গড়ে ওঠে না। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নামমাত্র কয়েকটি ক্লাব থাকলেও তাদের কার্যক্রম নেই বললেই চলে। ফলে শিক্ষার্থীদের সহজেই মাদকে আসক্ত বা অপরাধে জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে।