নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি প্রবেশের সময় সেখানে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ির চালকসহ দুজনকে গ্রেপ্তার করে কারা পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবু নাঈম (২৮) ও মহানগরীর শান্তি পল্লি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আশরাফ (৩০)।
জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারা অভ্যন্তরে ময়লা পরিষ্কার করার জন্য গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি প্রবেশ করার সময় কর্তব্যরত কারারক্ষীরা গাড়িটি তল্লাশি করেন। এ সময় গাড়ির ডেস্ক কভারের নিচ থেকে ২২ ইঞ্চি লম্বা লোহার তৈরি দুটি দা, ১০ ইঞ্চি লম্বা চাকু, একটি মোবাইল ফোন, একটি ইয়ারফোন এবং কালো স্কচটেপে প্যাঁচানো ২৫০ গ্রাম গাঁজার দুটি বল জব্দ করা হয়। পরে তাঁদের আটক করে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।