News71.com
 Bangladesh
 18 Aug 23, 12:16 PM
 347           
 0
 18 Aug 23, 12:16 PM

ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত॥

ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত॥

 

নিউজ ডেস্কঃ ডুমুরিয়া ফাউন্ডেশন উদ্দগ্যে আজ শুক্রবার সকাল থেকে উপজেলার ১নং ধামালিয়া ইউনিয়নের বরুনা বাজার পিডিসি মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে কয়েকশত মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন অধ্যাপক ডাঃ বিশ্বাস আখতার হোসেন, ডাঃ বিশ্বাস শাহীন হাসান, ডাঃ বিশ্বাস আবুল হাসান, ডাঃ বি এম দীন মোহাম্মদ (খোকা), ডাঃ অর্জুন কুমার পাল, অধ্যাপক এমিরিটাস ডাঃ শেখ ইউনুস আলী, ডাঃ নাসিমা সুলতানা, ডাঃ বিপ্লব কুমার রায়, ডাঃ মোঃ রফিকুল ইসলাম গাজী।

সকালে বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের চিকিৎসা শুরুর প্রারম্ভে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বৃহত্তর খুলনা সমিতির সভাপতি বিশ্বাস আক্তার হোসেনের সভাপতিত্বে অননষ্ঠিক সভায় বিশেষজ্ঞ চিকিৎসকগণ ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন ছাড়াও বিএমএ’র প্রাক্তন মহাসচিব অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক ও খুলনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক খুলনা ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন