News71.com
 Bangladesh
 16 Jul 16, 12:16 PM
 381           
 0
 16 Jul 16, 12:16 PM

লন্ডন গেলেন বিএনপির ৪ সদস্যর প্রতিনিধি দল

লন্ডন গেলেন বিএনপির ৪ সদস্যর প্রতিনিধি দল

নিউজ ডেস্ক: লন্ডেনের ব্রিটিশ হাউস অব লর্ডসে বাংলাদেশ প্রসঙ্গে একটি সেমিনারে যোগ দিতে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছেন। সেখানে ব্যারিস্টার রুমিনর ফারহানা অবস্থান করছেন। তিনিও এই সেমিনারে যোগ দিবেন। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বেলা ১১টা ১০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। তখন এই সময়ে বিমানবন্দর থানা শ্রমিক দলের সভাপতি ফিরুজ্জামান উপস্থিত ছিলেন। সেখানে দেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি হামলাসহ চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করবেন এই প্রতিনিধি দল।

মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধি দলে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন