
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লোকমান হোসেন (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। একই সঙ্গে তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এই ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও চারটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার মীরপুকুরপাড় নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন আহাম্মেদ বলেন গভীর রাতে মহাসড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো লোকমান ও তার দল। এই খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ডাকাত লোকমান ঘটনাস্থলেই মারা যান। এই সময় কসবা থানায় কর্মরত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় জানাননি ওসি।