News71.com
 Bangladesh
 25 Mar 23, 10:39 PM
 74           
 0
 25 Mar 23, 10:39 PM

আজীবনের জন্য খারিজ করে দিন, আমি থামব না।।রাহুল

আজীবনের জন্য খারিজ করে দিন, আমি থামব না।।রাহুল

নিউজ ডেস্কঃ ‘সারা জীবনের জন্য আমার সদস্যপদ বাতিল করে দিন কিংবা জেলে ভরে দিন, আমাকে ভয় দেখানো যাবে না। আমি শুধু সত্য নিয়ে চিন্তিত। সত্য প্রকাশ করাই আমার কাজ। আমি যদি সংসদ সদস্য নাও থাকি বা আমাকে যদি গ্রেপ্তার করা হয়, তাও আমি এই একই কাজ করে যাব।’ লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পরদিনই কংগ্রেস সদর দফতরে সাংবাদিকদের কাছে মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

শনিবার (২৫ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মোদি পদবী মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না। তিনি বক্তব্য, আমার নাম সাভারকর নয়, আমার নাম গান্ধী। আমি ক্ষমা চাইব না। গান্ধীরা ক্ষমা চায় না। এদিনও আদানি ইস্যুতে বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন, আমি এসবে ভয় পাই না। ওরা আজও আমাকে বুঝতে পারিনি। এভাবে আমাকে ভয় দেখানো যাবে না। এভাবে আমাকে আটকানো যাবে না। আদানি ইস্যু থেকে নজর ঘোরানো যাবে না। আমি বারবার প্রশ্ন করব, প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির সম্পর্ক কী? এটা পুরনো সম্পর্ক, মোদি-আদানির বন্ধুত্ব পুরনো। নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে এই বন্ধুত্ব। কীভাবে আদানির ঝুলিতে ২০ হাজার কোটি রুপি এলো? সেই অর্থ কার? এই অর্থভান্ডার আদানির নয়, তাহলে কে বিনিয়োগ করলো?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন