News71.com
 Bangladesh
 25 Mar 23, 10:37 PM
 89           
 0
 25 Mar 23, 10:37 PM

স্বাধীনতার লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে।।রাষ্ট্রপতি

স্বাধীনতার লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে।।রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সুশাসন, টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।আগামীকাল রোববার (২৬ মার্চ) ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহত করতে হবে।

 

তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া আমাদের পবিত্র কর্তব্য। আবদুল হামিদ বলেন, স্বাধীনতা বিরোধী ঘাতকচক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার নীতি-আদর্শকে মুছে ফেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে চিরতরে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাঙালি বীরের জাতি। কোনো কিছুই বাঙালিকে দাবিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধু হলেন মৃত্যুঞ্জয়। মৃত্যু তাকে নিঃশেষ করেনি বরং বাঙালির চিত্তাকাশে আরো উজ্জ্বল ও মহিমান্বিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন