News71.com
 Bangladesh
 18 Mar 23, 07:03 PM
 21           
 0
 18 Mar 23, 07:03 PM

আওয়ামী লীগের মূলনীতি টাকা পাচার-দুর্নীতি।।ফখরুল

আওয়ামী লীগের মূলনীতি টাকা পাচার-দুর্নীতি।।ফখরুল

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৮ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেছেন, আওয়ামী লীগের মূলনীতি, টাকা পাচার আর দুর্নীতি। এ সরকারের দুর্নীতির ফিরিস্তি দিতে গেলে এক দিনে হবে না, এক মাস লাগবে। যেখানে যাবেন, সেখানে দুর্নীতি। মির্জা ফখরুল বলেন, টিআইবি রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়নের চাকরির জন্যও ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। আমি বলেছিলাম, এ সরকার বিদ্যুৎ খাতকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে। আরও আছে, তেল আমদানি খাত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন